প্রকাশিত: Sun, May 28, 2023 3:46 PM
আপডেট: Tue, Jan 27, 2026 11:35 AM

মার্কিন ভিসা নীতির সঙ্গে গাজীপুরের সুষ্ঠু নির্বাচনের সম্পর্ক নেই :ইসি আলমগীর

এম এম লিংকন: নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেন, যুক্তরাষ্ট্রের ভিসা নীতি কী, তা আমাদের জানাও নেই। আমরা পড়ারও সুযোগ পাইনি, নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলাম। নির্বাচনে আইন মেনে না চললে তিনি যেই হোন না কেন, ইসি আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। রোববার (২৮ মে) রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

বৃহস্পতিবার কোন বড় ধরনের সংঘাত ছাড়াই দেশের প্রায় ১২ কোটি ভোটারের বসবাসের মহানগরি গাজীপুর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র জাহাঙ্গীরের মা জায়েদা খাতুন। তিনি প্রায় ১৬ হাজার ভোটের ব্যবধানে আওয়ামী লীগৈর মনোনীত প্রার্থী আজমত উল্লাকে পরাজিত করেন। এই নির্বাচনে ভোটাররা আনন্দ ও উৎসাহ নিয়ে তাদের নিজ পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেছেন। আর ভোট গ্রহণের আগে পরে বা ফলাফল নিয়ে কোন প্রার্থী কোন অভিযোগ করেনি। এদিকে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ভিসানীতিতে উল্লেখ করেন যারা সুষ্ঠু নির্বাচনে বাধা দিবে এবং সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকবে তাদেরকে ভিসা দেওয়া হবে না।  

মো. জাহাঙ্গীর বলেন, বিদেশিরা কী চাইলো, সেটা নির্বাচন কমিশনের কাছে গুরুত্বপূর্ণ না। সংবিধান ও আইন অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করছে, ভবিষ্যতেও করবে। নির্বাচন কমিশন মুক্ত ও স্বাধীন প্রতিষ্ঠান। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো চাপ কখনোই আসেনি।

ইভিএমে ভোটের ফলাফল প্রকাশে দেরি হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, গাজীপুর বেশ বড় সিটি কর্পোরেশন, অনেক প্রার্থী ছিলেন, তাই ফল দিতে সময় লেগেছে। তবে সংসদ নির্বাচনে ফলাফল দিতে এত সময় লাগবে না। কারণ, সংসদ নির্বাচনে কোনো কাউন্সিলর পদপ্রার্থী থাকবে না।

সংসদ নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি। তাই আমরা বলতে পারি না জাতীয় নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে। কিন্তু আমরা সব দলকে নির্বাচনে অংশগ্রহণের জন্য বলবো।

সাবেক এই ইসি সচিব বলেন, যারা সমালোচনা করেন, তারা সবসময়ই সমালোচনা করেন। নির্বাচনে যারা আসবেন, তাদের সবার জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করবে নির্বাচন কমিশন। ভোটাররাও যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করা হবে। গাজীপুরের মতোই আসন্ন সব নির্বাচন সুষ্ঠু করবে ইসি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করার, সবকিছুই করা হবে। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া